সনাতন বাঙালির মানস রতন -
অহংয়ের কারাগারে করিয়া গোপন,
দন্ডিত যাবজ্জীবন স্বয়ং ও স্বজন -
অবশেষে অবসাদে অসহায় মন, -
ভ্রমে প্রতিক্ষণ সখাহীন একা-একা -
হিংসার ইতরতায় হিংস্র মত্ত বোকা,
ক্রমান্বয়ে অন্যায়ে বাড়ায় অহমিকা -
সমাজ-সংসারে অনাদরে একরোখা!
মানসে মানুষ মিশে হই একাকার -
দুগ্ধ ভাগে যেইরূপ জল যোগে বাড়,
দুধে-জলে দু'য়ে মিলে বাড়ায় আধার -
পুষ্টি গুণে জনে-জনে সন্তষ্ট সংসার!
বহু জন হুবহু মন রাখি একত্র -
অসময় আনন্দময় সদা সর্বত্র!
--০--