হে বিশ্বকবি শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর!
বাংলার আকাশে বাতাসে মানসে সত্যি,
অক্ষয় অনুভূতি গীতি রাখিলে গাথি-
অক্ষরে অঙ্ক টানি রচি অসংখ্য বাণী-
কবিতার ছন্দে শব্দে ঝংকারে লেখনী।
সংগীতের মূর্ছনায় নিত্য চিত্ত রাঙা।
প্রাচীন প্রজ্ঞার সঙ্গে প্রাসঙ্গিক সংজ্ঞা-
প্রবন্ধ পাঠে ঘটে পরিচয় প্রচুর।
অল্প কথায় গল্প যথায় দীর্ঘ কল্প্য!
উপন্যাসে চরিত্ররা এমনই গড়া-
প্রাণহীন তারা মর্ত্যেরই পরম্পরা।
বিবিধ নাট্য বহু ভাষ্য পাঠ্য সু-লেখ্য!
শাখায় পূর্ণ তুমি যেন সাহিত্য বৃক্ষ।
শ্রীহট্টের প্রণাম লহো হে বঙ্গাধিপ।
--০--