বহুদিন পর করিয়াছে ভর,
আমার উপর কবিদের বর।
কি যে করি আর আসে বারবার,
পংক্তি মালার সম্ভাবনা অপার!
কারেই বা দোষীব বলো,
বরেরা বলে, "পুঁথি মেলো-
ঐ যে সেজে পংক্তিরা এলো-
কলম ধরো খাতা খুলো।
কাঁর কাছে বিচার দাবি,
চাইতেই যে রায় পাবি?
বরদাতা ছিলেন যাঁরা-
সকলে আজ আত্মা-হারা!"
বৃথা তাই বিচার চাই,
করে অপচয় সময়।
পরখি দেখি সত্যিই কি?
রয়েছে ঠাসা কাব্য মধু!
যথা, বাসরে বর-বধূ,
তন্ময় প্রণয় মন্থনে!
জৈবিক রসায়ন ধ্যানে-
ক্রন্দন গানে আনে শিশু!
--০--