দেহ দৈত্যে ভয়ভীত ভৃত্য সংশয়ে সংসারী হয়ে-
যোগ সংযম ছাড়ি ভ্রমে ভোগ সঙ্গমে তরী বেয়ে!
প্রত্যহ প্রত্যক্ষ সখ্য রূপ-লাবণ্য নগণ্য দৃশ্যে-
প্রত্যেকে স্নাত প্রিয় চর্ম চক্ষে জ্ঞাত মূর্ত বিশ্বাসে!
ষড় ঋতুর ভবে ষড় রিপুর তান্ডবে কী আশ্চর্য!-
একমাত্র মিত্র ললাট নেত্র গাত্র ভারে সে ন্যূব্জ!
কায়ার ছায়া বাড়ায় মায়া রিপুর স্বাধীনতায়-
স্বেচ্ছাচারী ষড়-দাঁড়ি দেহ-তরী বার্ধক্যে পৌঁছায়!
সংসার সমুদ্রে দেহ-তরী আদ্র হয় তাড়াতাড়ী-
ঢেউয়ের ঝাঁপে তরী কাঁপে তীরে না পৌঁছায় যাত্রী!
রিপু কান্ডারী হয়ে সংসারী যাত্রী সঁপে দেহান্তরে-
যাত্রীরা ভিড়ে আত্মা স্বরূপে প্রপঞ্চ সংসার নীড়ে!
পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ষড় রিপুর তাড়া উপলব্ধি,
ষষ্ঠ ইন্দ্রিয় বুদ্ধি রোধে প্রপঞ্চ পঞ্চ নিরবধি!
                    --০--