ঈদের খুশিতে সবাই প্রস্তুতে
উদার হতে নিজ ঐতিহ্য মতে,
কোরবানি দিতে মনের পশুত্বে
দৃশ্যত দৃষ্টান্ত মহার্ঘ বস্তুতে!
আবেগী মন সদা করে গমন
মিথ্যার শরণ স্বার্থের কারণ,
সত্য আচরণ করে না ধারণ
বিবেক বারণ না করে শ্রবণ!
মহামানবের মুখ-নিঃসৃত বাণী
স্ব স্ব ধর্মে যদি সকলেই মানি,
শান্তিময় সদারয় তবে জানি
সুন্দর মোদের শ্যামলী ধরণী!
কেন রে সবে হেন বৈরী স্বভাবে
আবিষ্ট রবে এই মনোহর ভবে ?
সত্যের বোধে পশুত্ব যত বধে
পরস্পর ধন্যবাদে দ্বন্দ্ব রোধে!
বৎসর বাদে নীলি গোধূলি সন্ধ্যে
পশ্চিম পূর্ণ দেখি নবীন চাঁদে
নবীজীর উম্মত ঈদ আনন্দে,
প্রাতে সবে সুগন্ধি আতর মেখে
শুভেচ্ছা জানায় প্রায় বক্ষে-বক্ষে
ছোট-মণি বড় যিনি সবাইকে,
কোরবানির আজ পবিত্র ঈদে!
--0--