মহাবিশ্ব ব্রহ্মান্ড প্রকান্ড ও অশেষ-
ব্রহ্মা-বিষ্ণু-মহেশ ত্রি-দেবে সমাবেশ,
ত্রি-শক্তির বিভক্তি তেত্রিশ কোটি বেশ-
চলিত বিশ্বাসে ভক্ত মনুষ্য বিশেষ।
ভক্তকুল ব্যাকুল দেব-সেবা বহালে-
গড়িয়া দেবপুতুল গৌড়ীয় আদলে,
হুবহু প্রতিভূ গৌর বেদীতে দাঁড়ালে-
অহং রূপসী স্বয়ং হাসে আড়ালে।
মর্ত্যের মানবী স্বরূপা বেদীর দেবী,
মূর্তিবৎ দেবী তুল্য অমূল্য মানবী-
ধরণীর রমণী ক্রমে ভ্রমে এ দাবী,
রূপের পূজারী পুরুষ, দাস পদবী!
মানব হাসিয়া কহে, “হে মানসী ত্রাস,-
নর-নারী এক উপাধি দেবাদি দাস”!
               ---০---