অনেক দিনের পরে দৈব ধ্বনি-স্বরে
আবির্ভাব হলো তোমার,
কি মনে করে দৈবাৎ আসিলে অকস্মাৎ
সম্মুখ দ্বারে আমার!
মুগ্ধ শ্রীমতী সাজে এসেছ আপন কাজে
সওদা কার্যভার ছলে,
বাতায়ন পার্শ্বে দাঁড়ালে স্মিত হাস্যে
দেহখানি টানি ঐ আড়ালে!
স্বভাবজাত কার্য রমণীয় চাতুর্য
সর্বদা পরিলক্ষিত,
আপনারে যথা যোগ্য করিবারে উপভোগ্য
যথা- দেবী মনসা পূজিত!
হে মণিপুর বাসিনী আমায় করিলে ঋণী
তব রূপ দর্শন দানে,
তাই মোর পুণ্য প্রাণে পূজা যাচে প্রতিদানে
শ্রীরূপ শ্রীদৃশ্য বর্ণনে!
পক্ক ওষ্ঠাধর যেন বদন ভ্রমর
বর্ণিল সাজে গুঞ্জনে,
নর-ভূমির উদ্যানে তাপিত অন্তপ্রাণে
সঞ্জীবনী বাণী প্রদানে!
চপল ঐ দু'নয়নে চেয়ে তারা মোর পানে
চুপে চুপে কি যে কথা কয়?
বুঝি নাকো সেই ভাষা মাথায় গোবর ঠাসা
শুধু সুখ অনুভূত হয়!
এ প্রণয় অনুভূতি করিবারে আবৃত্তি
আছে কি গো তব সম্মতি?
তবে এসো বারবার নব ছলে সওদার
হেরিব আবার তব দ্যুতি!
----০----
(দীর্ঘ ত্রি-পদী ছন্দ)