রাতে...
পাই না কেন তোমায় পাশে?
চোখে...
কেন যে ঘুম আমার না আসে?
পথে...
ঘুরি আমি কেন বাঁকে বাঁকে?
যতনে...
রাখবো আমি তোমায় ধরে!
তবুও, শুধু পারবো না আমি
ভুলতে তোমায়,
মুছতে তোমার স্মৃতির পাতা!
প্রথম যেদিন মুখটা তোমার
দেখেছিলাম এই আমি,
কৈশরের সেই দুর্বলতা,
চোখ ফেরাতে পারি নি আমি।
তাকিয়েছিলাম তোমার চোখে,
দেখেছিলাম আশা;
ভালোবাসা যেন রূপ বদলে
করেছিলো মনকে আমার হতাশা।
মনে...
রবে তুমি প্রতিক্ষনে!
শূণ্যে...
হাত বাড়িয়ে ছুঁয়ে দিও আমাকে!
সাগরে...
ঢেউ ভাসিয়ে নিয়ে যাক এই দেহকে।
যাতনা...
এখন কেন পারে আমায় হাসাতে?
বুঝবে যখন, খুজবে আমায়,
মেলে তোমার দু’টি আঁখি।
ভুলেও কি দেখতে পাবে তখন –
আমার ছায়া;
তোমার ঐ নয়ন জ্যোতি??