তোমাদের তোমরা
তোমাকে নিয়েই থাকো!
আমাদের আমরা
আমাকেই ছাড়া,
কি করে ভাবো??

বুঝি না’কো আমি
ভালোবাসা কারে কয়;
পণ করে
দূরে থাকা, ছেড়ে থাকা –
সেথায় শূণ্যের বসবাস শুধুই রয়।

তোমাদের...
তোমাকে নিয়েই তো
এতো সৃষ্টি অনর্থক ভয়;
আর তাই,
আমরা আমাদের,
আমার লুকিয়ে থাকার মাঝেই হয় জয়!!