আমার জীবনে তোমার গল্প –
সে’তো পরিমাণে খুবই অল্প।
বলেছিলাম কথা ঠিকই
কিন্তু, জানাতে পেরেছি নিজেকে
অল্প থেকেও স্বল্প!!
তোমার আমার রূপকথা;
ভুলে ভরা ও এক তরফা,
বেসেছিলাম ভালো শুধুই আমি,
তবুও, তোমারই কৃতিত্ব সবখানে গাঁথা।।
ভুল’তো করেছি শুধু আমি,
কিন্তু; ভুল বুঝেছ শুধুই যে তুমি!
চেয়েছিলে দেখতে আমার গোপন কারখানা,
সেখানে কী হয়?
যেন, না থাকে তোমার
কোনকিছুই হয়ে অজানা!!
গোপনীয়তা তো রাখিনি. . .
তাহলে, অযথাই কেন অজানা?
ধরতে হয়েছে তোমাকে শত বাহানা?
ভালো লাগাতে যে প্রয়োগ হয় বাহানা-বন্যা;
ভালোবাসাতে সবই’তো আপন,
নিজ ভেবে কাছে রাখা, হয়ে আনমনা।।