মন থেকে যতোবারই, তোমাকে
হয়েছে আমার চাওয়া,
ততোবারই হয়েছি আমি আশাহত,
হয়নি শুধু, তোমার মনটা’কে পাওয়া।
যতোটুকুই পেয়েছি আমি তোমার কাছে,
আর যা-ই বা পেয়েছি;
তাতেই বা কম ছিলো কিসে?
তাইতো, তুমি আছো শুধু মিশে
স্মৃতির পাতায়, কল্পনারই দেশে।
পেয়েছি তোমার আঙুলের স্পর্শ
যখনই, আলতো আলতো,
মনের অজান্তেই তোমার অনুভূতি
একাকীত্বে আমার, মাথায় চড়ে ভাসতো।
মনের ভুলে তোমার হয়তো
লেগে যেতো একটু ছোঁয়া,
যখন তুমি ব্যস্ত মুঠোফোনে
বিছানায় আধ-শোয়া।
তোমাকে আমার কাছে পাশাপাশি
প্রায় রোজই তো হয় পাওয়া;
তবুও, কেন মনে বাজে শুধু তোমারই চাওয়া??
তোমায় ভেবে, তোমাতেই থাকে মন জেগে,
কখনো হয় রূপী, ঝড়ো হাওয়া!
মন’টা তবে কোথায় তোমার,
কেন অস্থির হয়ে, করে এখানে সেখানে
শুধু আসা এবং যাওয়া??