অনেক খুঁজে পেয়েছিলাম,
ভালোবাসা বুঝেছিলাম;
তোমার মুখে দেখেছিলাম –
মাতাল করা মিষ্টি হাসি।
গলার সুরে শুনেছিলাম,
মায়া ভরা সব কবিতা
আর গান অফুরান।
একসময় তোমার জন্য আমি
দিয়েছিলাম পাড়ি,
কতো দেশের কতো জমি।
হাওয়ায় দুলে, শূণ্যে ভেসে,
অজানা মেঘের এক অচেনা দেশে
গিয়ে আমি থামি।
শত-লক্ষ মেঘের ভীড়ে,
পাইনি দেখা, আজও তোমার আমি;
মন যেন তোমার খুবই দামী!
জানি আমি . . .
জমে আছে তোমার মনে,
ব্যথা সর্বত্র, কোণে কোণে;
তাইতো তুমি কল্পনাতে আমার প্রাণে,
দিয়ে যাও দেখা, ক্ষনে ক্ষনে।
শুধু বলো . . .
তুমি কি আমায় আজও ভালোবাসো?
নাকি, আমায় তুমি ভুলে গেছো??