প্রতিটা একলা সময়ে আমার,
আমি তোকে ভাবি. . .
কেন তবে করে নিয়েছিলি জায়গা,
মন থেকে আমার, হারিয়েই যদি যাবি?
পৃষ্ঠা উলটে যাই, ভাবনা’র বইয়ের –
তোর সব স্বল্প স্মৃতি,
রাঙ্গিত হয় যেথায়, রূপে মায়াবী!
আজও আমার কানে বাজে;
তোর কন্ঠে শোনা, যতো গান ও কথাকলি।
আর কোনদিন কি, বল –
আমার জন্যে তুই আনমনে, গান গাইবি?
সবসময় বুকের ভেতরে
আশা’র বাসা নিয়ে ভেবে চলি;
এক্ষুনি বুঝি বাজবে কলিংবেল,
তুই কাছে আমার আসবি!
কষ্ট – তোকে আমি দিয়েছি,
আমি স্বীকার করেছি;
ভুল আমি করেছি, বহুবার
অজান্তেই ক্ষমা-ভিক্ষা চেয়েছি!
তবুও তুই,
আসলি না কাছে, বাসলি না ভালো. . .
তবে কি, আজীবন পর হয়েই রয়ে যাবি??