যখন আমি নিজেকে ভেবেছিলাম তোমার...
তুমি ছিলে অস্পষ্ট
নিয়ে বুকে কষ্ট;
অযথাই নিজের মনে করে, করেছি
নিজেই আমি নিজেকে
শান্ত এক ক্লান্ত ভবঘুরে, এবং নষ্ট।।
চোখের পর্দায় আসো তুমি ভেসে
যখনই আমার চোখ দুটো যায় বুজে,
তুমি থাকো সেই বিদায়ী বেশে,
ডাকছো আমায় তোমার পাশে।
হঠাৎ চোখ মেলতেই দেখি –
আঁধারে যেন চারপাশ, হয়ে অমাবস্যা কালো!!
জানতাম তো আমি সবই...
ছিলো না তোমার একবিন্দু ভুল ও ত্রূটি,
তোমার প্রতীজ্ঞা যে দেয়া ছিলো অন্য এক মুখপানে,
আমিই তো মধ্য পথে তোমার পিছু ঝুলি;
তোমার মনের সুপ্ত আবেগে আঘাত হানি।
তুমি বলা স্বত্ত্বেও, বেসে ফেলি ভালো,
তারপর শুরু হয় মুখে মুখে জানাজানি;
নির্দোষ তুমি আমার ভুলে, করেছো নিজেকে দোষী।।
কখনও হয়তো তুমি ভাবোনি...
তুমি ছিলে নির্দোষ,
আমিই উলটো তোমার সদ্য গড়া ভালোবাসা
চেয়েছিলাম অজান্তে ভাঙতে,
সফল হয়নি করেও পরশ।
ক্ষমা চাই আমি – বলতেও পারিনি,
হয়তো সব বুঝতে পেরেই
তোনার মনেও চলেছিলো দ্বিধা!!