হারিয়ে গেলি তুই ...
খুঁজে ফিরি এখানে সেখানে,
শূণ্য ফাঁকা অনুভূতি আজঃ
তোর স্পর্শ লেগে আছে -
যেখানে যেখানে।
হঠাৎ করে উধাও হলি,
কিছু না বলেই
বিদায় নিলি,
হাওয়ার প্রবাহে থমকে গেলি;
নিজে নিজেই সব গুপ্ত করে
গুটিয়ে নিয়ে যা ছিলো
অজানা ঘোরে!
উড়ে গেলি ...
আমার কল্পরাজ্য ফুঁড়ে।।