তোমাকে আর ভাবি না আমি. . .
কারণ, তুমি অনেক দামী!!
আর তাইতো –
বারবার কাছে এসেও
তোমাতেই আমি থামি,
হয়ে অন্তর্যামী।।
মিছেমিছে শুধু কেন বলো;
তুমি, ভুলে যাওনি আমায়??
সত্য তখনই প্রকাশ পায়,
যখন – ভুলেও আমি
আসি না তোমার মাথায়!!
কেন এতো ভয়?
সত্যেরই হবে জয়,
তাতে আর কি-ই বা কার করার রয়!!
তুমিতো তাকেই ডাকবে কাছে,
চাইবে তোমার পাশে;
যাকে তুমি প্রতিনিয়ত দেখা দাও,
নিজের মন থেকে
নানা প্রযুক্তি ও বাস্তবেরই মাঝে।।