চারদিক অন্ধকার, নির্জন নিশি,
আবছা আলোয় দেখি
তোমার মুখে হাসি!

- “ একটু ঘেঁষে বসি পাশাপাশি? “

শুনে তুমি উড়িয়ে দিলে,
বলে – সব পচা ও বাসী।

শীতল তোমার হাতের ছোঁয়া,
জড়ানো সাথে মায়া;
অতুলনীয়া তুমি মহীয়সী!!