তোমার-আমার জন্য শুধু
নয় এই পৃথিবী গড়া;
বাতাস, আগুন, আর পানিরই তরে
বেঁচে আছি মোরা,
একটি বৃথা গেলেই পরে
প্রাণ যে যায়,
ঘটে মৃত্যুর জয়ধারা।
তোমার আর আমার জন্যে নয়
এই রহস্যপূর্ণ পৃথিবী।
পৃথিবীর জন্যেই যে তুমি-আমি
জলের মাঝে হয়ে, জ্যান্ত ছবি।
তুমি আর আমি যদি
থাকতে চাই বেঁচে,
পৃথিবী তবে হারিয়ে যাবে
করে দিয়ে – আমাদের সকলের অস্তিত্বকে মিছে।।