ভালোবাসা??
একসময় মানুষ বলতো কথাটি,
একে অন্যকে করতে আপন।

দুঃখ - সব ভাগ করে
করতো দিন যাপন;
কষ্ট পেয়েও করতো, ব্যর্থতার মাঝেই
নিজেকে সুখী প্রত্যাশা!

এই যুগের আমরা সবাই
ভালো না বেসেই ভালোবাসার মাঝে
করি সুখ প্রত্যাশার বদলে আশা;
মুখের বুলিতে ঢালতে থাকি,
অযথাই একে একে নিরন্তর সুখ ভাষা,
বুকে রেখে অর্থের ভরসা!
তারপর. . .
ভালোবাসার অর্থ অজানায় থাকে,
খুঁজতে গিয়ে শেষে মিলে দেখা, হতাশা!

মনে যদি জাগে ভালোবাসার রেশ,
খুঁজতে হবে না ঘুরে ঘুরে বেড়িয়ে
দেশ থেকে বিদেশ।

যেহেতু, ভালোবাসতে নেই কোন আদেশ,
তবে কেন আক্রোশ আর হানাহানি, বিদ্বেষ?
যদি থাকে মনে বিশ্বাস ও ইচ্ছা,
পূর্ণ হবে সত্যিরূপে ভালোবাসার মনোবাঞ্ছা;
আর যদি, জাগাই মনে শুধু পাবার জন্য অজস্র আশা,
মিলবে দেখা একে একে
দুঃখ – গ্লানি আর নিরাশা।।