বিধাতার বড্ড ছবি তোলার শখ জেগেছে,
তাই একটু পর পর ক্যামেরায় তাঁর
জ্বলে উঠছে বিস্তার জুড়ে ফ্ল্যাশ;
আর ক্লিকের যে কি বিকট শব্দ
তা না শুনলে বলা মুশকিল!
ছবি তুলেই আবার সাথে সাথেই চলছে –
ছবিগুলোর ধোলাই পর্ব;
ভিজিয়ে গোটা ছবি তোলার স্পট,
দেখছে একের পর এক,
কে আছে, ঠিক কেমন বেশে!!