ঠিক যখন আমি ভাবি –
ভুলে যাবো তোমায়,
রাখবো দূরে দূরে সরিয়ে,
যতো দূরেই রাখা যায়, হতে আমায়।
চাই না আমি আর শুনতে ও জানতে,
ভালো আছো তুমি, একা একাই আমাকে দেখে,
কষ্ট পাই আমি জানতে পেরে,
আমায় জানিয়ে সুখে আছো তুমি,
আমায় নিঃশ্ব রেখে।
মাঝে মাঝে আসো তুমি মায়া জাগাতে,
কন্ঠে মিথ্যা ভালোবাসার রেশ মেখে;
আমি খুঁজতে শুরু করলেই, নিজেকে লুকোতে –
ঘুরে বেড়াও, বিভিন্ন গাছের শাখে শাখে।।