তুমি আমি যাবো পালিয়ে. . . .
মন্দির খুঁজে,
তোমার সিঁথির মাঝে
তিথির আঁধারে, সিঁদুর ছটাক
আলতো করে দিবো রাঙিয়ে।
একবার বলেই দেখো
বিশ্বাস না হলে;
যাবো হারিয়ে অজানাতে
পিছু সব ফেলে।
একদিন ‘তো যেতেই হবে চলে,
লাভ কি তবে
ভালোবাসাকে ফেলে দিয়ে জলে?
কষ্ট যতো আছে, সব
তোমার কোলে মাথা রেখে
যেতে চাই আমি ভুলে।
আগলে রেখে
বুকে ধরে জড়িয়ে তোমাকে,
পথ পাড়ি দিবো
ওই দূর, নীল আকাশের অতলে!!