সবুজের মাঝে আছি বেঁচে,
হাজার রঙ -এর ক্রোধ সেঁচে।
দূর আকাশের শূণ্যে, একা সে দাঁড়িয়ে,
দেখছে তাকিয়ে - আমরা ছুটছি,
দিগন্তের শেষ সীমা পেরিয়ে।

অদ্ভুত কিছু স্বপ্ন ভাসে,
প্রতিদিনই আমার চোখের পাতায়;
হয়তো সেগুলো, নয় কোন স্বপ্ন,
বাস্তবেই তা হচ্ছে করা যত্ন!
চোখ আমার বেঁধে তুমি কেন,
কোথায় নিয়ে যাও,
কোন্ সেই গ্রহ-নক্ষত্রে হয়ে উধাও?

হঠাৎ যখন চোখ মেলি;
জাগতে চায় না যেন মোর দেহখানি,
আলসেমি কাটিয়ে তবুও, উঠি আমি যখন,
কেন তুমি আবার আমায়
চোখ বেঁধে, নিয়ে যাও না তখন?

চেয়ে থেকে, তাকিয়ে, এই পৃথিবীর
দেখা হয় না যে সবকিছু,
একই সীমানার ভেতরে বসে তাই
ছুটে যাই অন্ধকারের পিছু।
আঁধারে জানি, আমি যখন;
বুঁজবো আমার চোখ,
তোমায়ারই সঙ্গী হয়ে ঘুরবো তখন
থাকবে না মনে কোন শোক।।