জানি একদিন,
মনে পড়বে আমার কথা. . .
তখন, হয়তো থাকবো না আমি আর
তোমাদের মাঝে,
এই কৃত্রিম ধরাতে।
নিজের মতন করেই সবাই
ভেবে গেলো, ‘আমার জীবন’,
সবাই সবারই মতন।
আমরা সবাই একসাথে চলে ফিরি ঠিকই;
তবুও, কেউ...
বুঝতে চাইলো না শালার,
আমার এই মন!
দেখলো আর, চাইলো সবাই,
অর্থের বাহাদুরী।
কিন্তু. . .
আমি যে করতে শুধু চেয়েছিলাম,
সবার মনে, ভালোবাসার ছড়াছড়ি।।