সমস্যা গুলো তোমার,
আমায় অগোচরে ভালো লাগা
অথবা খারাপ লাগা,
সেটাও একান্ত তোমারই ব্যাপার।।
আমার ভালো বা খারাপ, আবার
আমার করতে ও টানতে ইতি,
তোমার যদি বিবেক থাকে,
তোমার যা ইচ্ছা করে যেতে পারো।।
চোখ, কান সবই আছে,
ব্যবহার তাদের সঠিকভাবে করতে,
ব্যবহারেই যদি করতে থাকো ভুল;
তবে আমি কেন দিবো ভুলের মাশুল??