তুমি কি জানো,
আমি কেন তোমাকে ভালোবাসি?
কখনো কি ভেবে দেখেছ?
কি-ই বা তুমি ভেবেছো?
হয়তো, অশ্লীল মৌনতাকেই গুনেছ?

কেন ভালোবাসি???
এর একটি উত্তরই শুধু জানি –
আমি তোমাকে, ভালোবাসার জন্য ভালোবাসি,
তোমাকে ভোগ করতে নয়।

ভোগ যদি করতে না হয়, কেন তবে
তোমায় আমি ডাকি অসময়ে?
ডাকাডাকি সবই তো করি
ঠিকই তোমাকে কাছে পেতে;
কিন্তু, তোমার দেহে আঁচড় কাটতে নয়,
দু’জনের দু’টি মন’কে একত্রিত করতে।


তোমার চোখের প্রেমে পড়েছি আমি,
অন্যকিছুর নয়।
এতো কিসের ভয়??

তোমার মন’টা-ই যে আমি চাই,
করতে একান্ত আমার,
হৃদয় খুলে বলতে চাই, জড়িয়ে আধো উষ্ণতা,
জমানো আছে খামারে, অব্যক্ত সব কথার।।