কাকে নিয়ে ভাববো?
যাকে নিয়ে ভাবতাম,
আমার ভাবনারা তার কাছে অতিরিক্ত।
স্বপ্ন??
ভাবি যাকে, সে যে ভেবে ভেবে
অপেক্ষা ফেলেছে হারিয়ে,
তাই. . . স্বপ্ন যে সব গেছে ডুবে;
লাভ নেই কাউকে ভেবে, এই ভবে,
অবশেষে কেউ না রবে।
শুধু শুধু,
কেন পাবে মন কষ্ট, তবে??