কে তুমি নন্দীতা?
অপরূপ মায়াবী চোখ তোমার,
বুক ভরা ভালোবাসা দিয়ে
গড়েছেন তোমায় বিধাতা।।
কেন তুমি থাকো দূরে?
অনুভবে যে মিশে গেছো
প্রথম দেখাতেই,
আমার গানের সুরে সুরে।।
জানি আমি, তুমি নিদ্রাহীন. . .
দু’জনে হতে কি পারি না
একটু মন খুলে স্বাধীন।।
চোখ বুজে দেখ. . .
আমি অসহায়, চাইছি তোমায় পেতে।
অতিরিক্ত যন্ত্রণা দিয়ে ফেলেছি,
তাই তুমি বললে আমায়ঃ
ফিরে চলে যেতে।।
আমি বেহায়া,
একটু অনুভবের খোঁজে;
অদেখাতেই যে শান্তি লুকানো থাকে।
পারবো না বোঝাতে তোমায়,
তাইতো ঘুরে ফিরি –
তোমারই দ্বারের বাঁকে বাঁকে।।