কে ডাকে আমায়?
কার পরেছে দায়
কাছে টেনে আমায় সুধায় –
“ জড়াবে কি ভালোবাসায়”?
কে যেন ভেসে ওঠে, চোখের পাতায়!
বৃষ্টিতে ভিজে ভিজে, পড়ছি যেন
গোলক ধাঁ ধা-য়!
কার অজানা মায়ায়,
কল্পনার ছায়ায়?
কে শোনে, আমি ডাকছি তোমায়?
কে বুঝবে,
কেন যে এই মন শুধু কাঁদায়??