আসবে কবে সেই নিশি,
বলবে আমায় “ ভালোবাসি ”,
জড়িয়ে মুখে, ম্লান লাজুক হাসি;
বসবো দু’জন পাশাপাশি,
জোছনার আলো মাখবো গায়ে
ভুলে সব ভুল,
অনুভবে ভালোবাসা রাশি রাশি।
ছুঁয়ে, নুয়ে আকবো দু’জন
মন যা চায়, মনেরই মতন,
তুলির টানে করবো যতন,
অন্ধকারের হবে তখন পতন;
চাঁদের আলোতে বেড়াবো খুঁজে
“ ভালোবাসা “ – নামক
অমূল্য সেই রতন।।