তোর অপেক্ষাতেই যে
আছি বসে আজও;
কাঁটছে কত দিন,
কাঁটছে কত রাত,
তবুও, কেন দূরে তুই
আমায় এভাবে একাকী রেখে?
আর কত তুই আমাকে
করবি বল অবহেলা?
আমি দেখতে চাইনা তোর নতুন কোন খেলা,
আঁধারের মাঝে যখন উঠবে জ্বলে
নিয়ন আলোদের মেলা।
দে না আমায় ভাসিয়ে তুই -
বানিয়ে এক মেঘের ভেলা।
কবে তুই শোনাবি আমাকে বল
তোর মুখের সেই হাসি?
দেখবো ও শুনবো বসে
কবে তোর পাশাপাশি?
কবে বলবো জড়িয়ে ধরে আমি -
তোকে অনেক ভালোবাসি!!
John Ovi Rozario
07.07.2015 (04:59 am)