যা হবার তা-ই হবে,
লাভ নেই এতো ভেবে ভেবে।
কেউ আমরা জানি না,
কে, কখন, কোথায়, কি ভাবে রবে!
কাল কি হবে, কাল কি হবে, ভেবে -
বেঁচে থেকে লাভ নেই তবে, এই ভবে।
এতো ভেবে ভেবে,
এখন-টা কি, বৃথাই তবে রয়ে যাবে?
কে, কখন, কোথায় যাবে;
ভেবে শুধু দিন পেরোয়, আসলে
কেউ জানে না কবে!
আবার, কতো মানুষ আসবে,
কেউ কি জানি সঠিক, কে কাকে পাবে?
যা হবে, যা হবার. . .
যেটা হলে, ভালো হবে সবার,
তাই হবে, প্রয়োজনে বারবার, প্রতিবার!
যা হবার তা-ই হবে,
লাভ নেই শুধু শুধুই এতোটা ভেবে।।