আমার তো দোষ ছিলো
শুধু তোমায় একটু লুকিয়ে
দেখার চেষ্টা করার,
জাগাতে তোমার মনে
আমার জন্য একটুখানি অধিকার।
কিন্তু, শেষে আমি যা পেলাম উপহার,
বুক ভরা তোমার শতো তিরস্কার;
আর, এটাই যে ছিলো করবার আবিষ্কার।
না হয় করলাম আমি নিজেকে
নিজের এই দেহ থেকে বহিঃস্কার,
উপহার হিসেবে – এর চেয়ে বড়
নেই যে আর কোন পুরস্কার।
আমি যে জেনে আনন্দিত,
ভালোবাসার আকার ও প্রকার!
নিজের সব দোষ করেও স্বীকার
হলাম শুধুই তোমার, অবহেলার শিকার;
কি দরকার ছিলো আমার
তোমায় লুকিয়ে দেখবার??