কি আছে ভালোবাসায়?
যা কাউকে হাসায়
আবার, কাউকে শুধু কাঁদায়!
ভালোবাসা খুঁজতে গিয়ে –
কেউ কেউ স্বেচ্ছায় বা অনিচ্ছায়
করতে যায় বিয়ে;
কেউ কেউ বেছে নেয় মৃত্যুবরণ,
ভেবে – কি লাভ এই জীবন দিয়ে!
কি আছে ভালোবাসায়?
যা পেতে কেউ কেউ, আজীবন থাকে আশায়;
কেউ কেউ আবার শুধু ধোঁকায় ধোঁকায়,
নেশার ঘোরে থেকে, আজ মৃত্যুশয্যায়!
কোথায় আছে বিরাজিত এই ভালোবাসা?
যা চেয়ে চেয়ে, কতো মুখে ভাসে হতাশা,
কেউ কেউ যেন পাথর, হয়ে নিরাশা;
আবার, কারও কাছে এই
ভালোবাসার অর্থ, হয়ে আছে আজীবনের প্রত্যাশা,
মিলে না উত্তর কোথাও সঠিক, শতো করে জিজ্ঞাসা।।