তাতে কার কী আসে যায়??
নেই যে কোথাও কারোরই দায়,
দিবে তোমার আর আমার মধ্যে কোন সায়;
মন যদি তোমার না-ই থাকে, এই ভালোবাসায়।
তাতে কার কী আসে যায়??
কেউ কী আছে, তোমায়-আমায় কিছু সুধায়?
কেনো’ই বা আমি রেখেছি নিজেকে
নিজেরই বন্দী খাঁচায়?
তোমার নিজেরই যেখানে নেই কোন রায়!
তাতে কার কী আসে যায়??
শেষ হলো কি না, আমাদের ‘কিছু না’-এর অধ্যায়?
তুমিই বা জানবে কী করে. . .
আমাদের ভালোবাসা কি ছিলো কোন পন্থায়?
দেখাতো আজও হলো না, কোন এক সন্ধ্যায়!
তাতে কার কী বা আসে যায়??
আঁধারে হয়তোবা ছিলাম, না-ই বা আমি;
দিনে তো সূর্য আছেই, তখন আমি যে নেই জানি,
তবুও দেখো, একেই আমি –
ভালোবাসা বলে মানি!
তাতে. . . তোমার বা কার,
কী-ই বা আসে যায়, শুনি??