তোমাকে যতোবারই আমি
চেয়েছি পেতে কাছে,
দেখেছি শুধু দূরে দূরেই তুমি
দাঁড়িয়ে একা, ফেলে সবকিছু পাছে;
বাস্তবতার অন্তরালে, জানি তুমি আছো
আমারই পাশে, আমারই সাথে, আমারই মনের মাঝে।।
শোকাহত আজ মনের সব খেয়াল,
গড়েছি বুকে পাথর জমিয়ে, অন্ধ এক দেয়াল।
সুখ আমার কষ্টের মাঝেই, আনন্দে সমকাল;
তোমার আমার মাঝেই বহেমিয়ান
শিশির স্নাত, ভেজা ঘাসের সকাল।।