আজ হয়তো প্রথমবারের ন্যায়
ও আমার কথাগুলো বুঝলো।
অনেক কষ্টে নিজেকে দূরে রাখলো,
ভবিষ্যতের অজানা ভাবনা মাথায় রেখে ঠেসে
পালিয়ে চলে লুকিয়ে লুকিয়ে
আপন সব দূরে সরিয়ে রেখে।।
আজ ও বুঝতে পারলো___
ভুল কী ছিলো তার।
লিখিত জীবন কাহিনীতে করেছিলো সে
কাটা-কাটির সমাহার,
হারিয়ে ফেলে ধৈর্য শক্তি সব
নিজে নিজেই করতে লাগলো
নতুন গল্পের খোঁজ।
লেখার উপরে লেখালেখি
কালো রঙ শুধুই হয়ে সৃষ্টি,
এ যে প্রশ্নের উত্তরে ভুলের বৃষ্টি।।
হঠাৎ ও দাঁড়িয়ে গেলো_____
তাকালো আমার চোখ পানে,
বুঝলো না কিছুই, উলটো আরো গুলিয়ে গেলো
কষ্ট আর অভিমানের রাগে।
কিছুই বললো না,
কন্ঠস্বরে যে তার কান্না মিশিয়ে আসছে;
কোথাও আর নেই যে অন্ধকার।।
আমি তাকিয়ে_____
আস্তে আস্তে গুটি গুটি পায়ে,
দেখছি শুধুই তার হেঁটে চলে যাওয়া।।