ঘৃণা করতে চাই না আমি,
তাই, ধৈর্যের শেষ প্রান্তে গিয়ে থামি।
হারিয়ে গেলো ভালোবাসা,
হৃদয় জুড়ে নেমেছে তাই যেন, অসীম শূণ্যতা।
ভাবনাগুলোর সিঁড়ি বেয়ে
এক পা, এক পা করে পথচলা;
অর্থহীন এই যাত্রা মোর
নিদ্রাবিহীন মহাকালের ঘোর।

চন্দ্র – সূর্য – গ্রহ – তারা :
স্বর্গের রূপ যে তাঁদেরই গড়া,
ভুল জন্মের মন্ত্রে, কানায় কানায় ভরা –
পৃথিবীর এই মানুষ মোরা।

জীবন গড়ার যুদ্ধ চালিয়ে,
জয়ের নেশায় মাত্রা হারিয়ে,
অন্ধকার জোয়ার বন্যায় ভাসিয়ে;
তাল হারিয়ে, পাল ফুঁড়ে, নৌকা ফেলে
ঝাপিয়ে পড়ছি মৃত্যুজলে!!