আমরা মানুষ. . .
নিজের খেয়ে, নিজের পরে
করি গুণগান অন্যের তরে,
সময় বয়ে যায় ধীরে ধীরে,
নিজের মতন অন্যকে মনে করে
রটিয়ে চলেছি যে নিজেরই মান
যা ছিলো নিজেরই ঘরে।।
আমরা মানুষ. . .
সুখের খোঁজে ঘুরে বেড়াই,
নতুন নতুন বন্ধু বাড়াই,
তবুও, অন্যের দোষ ছড়াই
নিজের ভুল সব ঢাকতে, জনসম্মুখ্যে হারাই।
কিন্তু; নেই ভাবনা আমাদের,
আমরা তো বলেই চলেছি
দোষ-ত্রূটি যা, অগোচরে নিজেরই।
আমরা মানুষ. . .
লোভে লোভে আজ আমাদের সব ভাঙ্গন,
লোভী বেশে ঘুরে ফিরে অন্যের প্রাঙ্গন।
এটাই ভাবি,
নিজেই করে চলেছি যে নিজ ঘর দূষন
তাই, কথা রটিয়ে অন্যের,
ভাবছি, হয়তো করছি শাসন;
উল্টো নিজের চরিত্রই কি হচ্ছে না
অন্যের দ্বারা শোষণ??
আমরা মানুষ. . .
হলেই বা কি??
পরিচয়ে তো নিজেকে করছি, হয়ে পশুত্ত্ব।
কারণ, দিন চলি করে অন্যের দাসত্ব;
নিজেও আজ হয়ে দাসী
অন্যকেও দাসী ভেবে হই মত্ত,
হারিয়ে ফেলেছি আজ নিজেকে আমরা
ভুলে সব ভ্রাতৃত্ব,
আনন্দ পাই তখন
যদি, কাউকে করতে পারি আমরা ভ্রান্ত।
তবে, এটাই কি আজকের মনুষ্যত্ব??