অপেক্ষায় আছি,
তোমার আগমন কবে হবে
একাই বসে বসে ভাবছি!
মনের গহীনে আঁকা ছবিতে
তোমার চেহারা ঝাপসা দেখা,
লুকিয়ে লুকিয়ে কল্পনাতেই
কেন তুমি করো চলা ফেরা??

অপেক্ষায় আছি... বলবো তোমায়ঃ
জানি আমি দেখেছি কোথায়
অপলক দৃষ্টিতে তুমি তাকিয়ে আমার পানে,
হয়নি আজও কথা,
হয়নি এখনো হাতটি তোমার স্পর্শ করা,
চোখে চোখেই দুজনে বলেছি কথা!
রেখেছি ধাঁধাঁয়, নিজেকে ভয়ের বাঁধায়;
তাই যে আজও দূরত্ব –
কোথায় তুমি?? কোথায় আমি??
নিঃশব্দে একাকীত্ব!!

অপেক্ষায় আছি...
অনামিকার – নামটি জানার ইচ্ছা খুব প্রবল।
যতোবারই আমি চেয়েছি টানতে কাছে,
চোখে চোখ পড়তেই______
গুছানো যতো মনের কথা, সব গিয়েছি ভুলে।
আড়চোখে সে আমায় খোঁজে
যখনই সে থাকে আমার আশেপাশে,
চাহনিতে তার লেখা অবিরাম
আমার সব কটূ-কথা, ঠেসে ঠেসে।।

অপেক্ষায় আছি; আমারই যে হবে,
বলবে তুমি অভিমানের ছলে
না বলা সব কথা,
জানিয়ে দিবে তুমি
যা বানিয়েছ আমার জন্য, নিষেধাজ্ঞার প্রথা!!