অপেক্ষায় আছে কেউ যে বসে,
আমি তবুও চলছি, আমারই নিজ বশে।
দিয়েছি কথা, আসছি আমি,
কিছুদূর এগিয়েই যেন তবে একটু থামি;
অপেক্ষারত চারপাশ আমার
বলেই চলেছে করে হুড়োহুড়ি, হয়ে যেন অন্তর্যামী।
আমিও যে অপেক্ষারত. . .
বুঝাবো কেমনে, আমারই যে কোন
একটি বিশেষ কারণে।
গান বাঁধতে সময় বেঁধেছে,
অপেক্ষারত মনে হাহাকার জেগেছে,
মনেতে যেন ধীরে ধীরে
আগুন লেগেছে!!!
আমি অপেক্ষারত হয়ে অভ্যস্ত
থেকে থেকে, দিন সমস্ত,
একটি একটি করে পদচারণা ফেলে
সম্পন্ন করি সব,
না হয়ে ব্যস্ত।
জানি আমি, সবাই তাতে অতিষ্ঠ,
একটি করে, কাজ বা আশা পূরণ করে
তবেই – আমি উল্টে দিবো
জীবন বইয়ের অপর পৃষ্ঠ।।