ভেসে যাই আমি. . .
তোমার মুখ দেখে, শোকে,
বেদনা জড়িয়ে নিয়ে বুকে;
বন্ধন যে গিয়েছে
আজ মোদের চুকে,
মরতে যখন বসেছি
এবার ধুঁকে ধুঁকে।।
তোমার আর আমার মাঝে ভালোবাসা
ছিলো না যে কোন কালে,
জড়িয়ে ছিলাম এক মৌন আবেশে,
মায়ার এক জালে।
মায়া কাটতে ই আশেপাশে তাকিয়ে
দেখি – তোমার চিহ্ন
হারিয়ে ফেলেছি জলে।।
ভেসে যাই আমি. . .
এক বৈঠাহীন নৌকোতে ভর করে,
না পেয়ে তোমায়
গহীন এই দুঃখের সাগরে!!
যেদিকে তাকাই, কোন কূল নাই,
ভাসছি যেন –
নীল এক সীমাহীন গহ্বরে।।