কেনো জানি, চারপাশ হঠাৎ থমকে গেলো?
স্তব্ধ নিশ্চুপ শান্ত চারপাশ, হাওয়ায় দুলছে না কেশ;
মেঘগুলোও যেনো থমকে আছে শুণ্যে ভেসে।
অবাক হয়ে তাকিয়ে আমি চেয়ে রই
সবুজ ঘাস আঁকড়ে ধরে বসে, আকাশে।।
তাকিয়ে দেখি শুকনো পাতা,
হাওয়ার ঘূর্ণিপাকে ঘুরেছে, আসছে ধেয়ে
মুরিয়ে উড়িয়ে, গুঁড়িয়ে সব পাথর।
অপলক দৃষ্টিতে চেয়ে দেখছি
পড়ে থাকা যতো ধ্বংসাবশেষ ও ভাংচুর।।
আকাশে হঠাৎ কালো মেঘের দেয়াল,
তুলছে কতো স্থিরচিত্র, সাদাকালো সব ছবি
জ্বালিয়ে মেঘের দিয়াশলাই কাঠি।
জলের বোতল ফুটো হয়ে
ঝরছে পানি মাঠে ঘাটে, পথে পথে।।
যখন থামলো পরিবেশের সব ঝুট ঝামেলা,
আমি তখন অথই জলে ভাসিয়ে রেখেছি গলা,
খুঁজছি কুল, সাঁতরে হাপিয়ে
মিলছে না যে ঠাই, অন্তত পা রাখার জন্য তল
গভীর অতল, নেই যে তীর, ফিরবো কোথায়
নেই যে কোথাও, তলিয়ে গেছে সব নীড়, দেখি শুধুই জল।।