কষ্টগুলো জড়ো ছিলো মনে
তাই করেছিলাম সব ভাংতি,
খুচরো ব্যথা ছড়িয়ে দিলাম
গানের সুরের কথায় কথায়, বানিয়ে অঢেল উক্তি।
হাসির মাঝেও এখন দেই মিশিয়ে
অভিমান আর বেদনার অজস্র কটূক্তি;
আকাশের তারাগুলো মাঝে মাঝে নিয়ে যায়
গুনে গুনে অগণিত আহত মনের যুক্তি।।
বন্ধু হয়েও চাইনি কখনো কিছুই,
বলেছিলাম ভুল করে নিজের হৃদয়ের
সৃষ্টি জড়ানো মুমুর্ষ কিছু ব্যাধি;
শোনাতে গিয়ে, ভ্রান্ত আমার গ্লানি,
ব্যস্ত সবাই ব্যবহারে আমায়, ছড়িয়ে নিরবধি।
নিজের বলে যারাই দেখাতো স্বজনপ্রীতি,
লুফে নিতে সুযোগ, কানাকানি প্রচারে তৈরী করে বিধি,
আমাকে করতে ধ্বংস, নৃশংস হবে বংশ
ব্যর্থ ইতিহাসের উপহাসে, কেটে যাবে নিধি।।
সবার ভেতরের লালস্যে মেতে
হয়েছিলাম আমি সমাজে সম্পৃক্ত;
বুঝতে পেরে লোভের জারিগান
হয়েছি একা, প্রকৃতিতে আমি মুক্ত।
মানুষের মাঝে নিজেই নিজেকে করি দোষী সাব্যস্ত,
তাই আমার মনের সত্ত্বা, লেখায় ও গানে এখন যুক্ত;
স্মৃতি ও স্বপ্ন নিয়ে রটনা – করেছি বন্ধ,
উপহাস করে নিয়ে যায় কেড়ে... সময়ে উপযুক্ত,
যেখানেই স্বপন আমার হয়েছে ব্যথায় ব্যক্ত,
এখন যে আমি তৃতীয় জনমে হয়েছি উন্নীত,
চারপাশের দয়া ও মায়ায়, ভেবে হয়েছি ভক্ত।
কষ্ট-ব্যথায় আমি আজ হয়ে উঠেছি পাথর হতেও অধিক শক্ত,
নিজেকে তাই নিজেই খুঁজে ফিরি, হয়ে উন্মুক্ত।।