প্রশ্ন করেছি আমি নিজেকে বহু বহু বার,
কেমন করে ছুটছি আমি তোমায় একা ফেলে?
চলছি কোথায় করতে সাবাড়,
আছে যেথায় ভালোবাসা, মিলবে দলে দলে,
শুধু তোমায় যে যাইনি বলে।।
শূণ্য আকাশে মেঘের নীচে
হাটছি আমি রাস্তায় একা, রৌদ্রতপ্ত করা পীচে,
কতো সৃষ্টি হচ্ছে নষ্ট মানুষের অবহেলায় পচে,
কোথায় গেলে যে পাবো ভালোবাসা___
দেখবো সব পরীর দল, দাঁড়িয়ে আনাচে কানাচে।।
ভোরের আলো ফোঁটার আগেই,
হঠাৎ শুনি বজ্রধ্বনি, চারিপাশে
ঝড়ের বেগে ছুটছে যেন ক্ষিপ্ত শীতল হাওয়া,
থমকে গিয়ে তৈরী যেনো পৃথিবী;
ঘরের কোঠায় বসে আমি, ছাউনি ঢেউ টিন,
অবিরাম শুরু মুষল ধারায় বৃষ্টি,
ভালোবাসার জন্য আজকের এই দিন,
টিনের চালে বৃষ্টির ঝংকার, ঝরছে বারি ঘুচতে অহংকার।।
ভালোবাসি আমি, মেঘ যখন আমায় ডাকে
চিৎকার করে আকাশ ফাটিয়ে;
ভালোবাসি আমি যখন শুনি জলধ্বনি।
ঝরছে টিনে টাপুর টুপুর, মাতাল আমি মুখোরিত চ্ছন্দে।
ভালোবাসি আমি – বৃক্ষের ছায়া, অভিমান আর মায়া,
একা একাই যে কাটিয়ে যাই আমি, বুকে নিয়ে দয়া।
ভালোবাসা আমার জনে জনে,
মন আবেগে, যখন যাকে কাছে টানে!!