মানুষ’তো শত হাজার আসে
আমাদের এই জীবনে।
কেউ টিকে রয়,
কারো হয় শুধুই ক্ষয়;
কেউ আবার মাঝ রাস্তায়
বসে বসে পস্তায়।।
ভালোবাসতে খুঁজে ফিরি
কতোই না বিড়ি-সিগারেট ছাই করি,
যাকেই লেগে যায় একটু ভালো,
মনে করি, তার সাথেই প্রেম বুঝি হয়েছে চালু;
যখন দেখি, সবই মিছেমিছি
দূরে তার হাতের তালু,
ধরতে মানা… ধরার জন্য বয় গানের বন্যা।।
ভালো করে তাকিয়ে দেখো
আমার এই দু’চোখ;
অযথা, অকারণে কেনো শুধু শুধুই
ধরে চলেছিস বায়না??