ভালোবাসা আর জামা
করেই চলেছি শুধু জমা।
কতো জনের ছেলেমেয়েরা আজ
আমায় ডাকে 'মামা';
তারা শুধু জানিয়ে দেয় যেনো
আমার নেই কোন ক্ষমা,
আমি শুনেছি তৈরী: দিয়ে খাঁটি তামা।।


কেউ বলেনি 'ভালোবাসি'....
তবে, কেন পায় কষ্ট?
বলেছিলো: 'থাকবো পাশে সবসময়'
আজও মনে পড়ে আমার স্পষ্ট।
অভিনয়ে সবাই যে ছিলো
শ্রেষ্ঠ থেকেও যেন শ্রেষ্ঠ!
একটু ছোঁয়া পেতে গিয়ে শুনেছিলাম
আমি ছেলেটা নষ্ট।।


একদিন দেখি, কারো হাতে হাত,
কষ্ট পেয়েই শুরু ছিলো সেদিনের সুপ্রভাত।
মনকে মানাতে অনেক কথা-
ভুল দেখেছি, বুঝতে চাইনি মনের ক্ষত।
তাকে যখন জানালাম আমি;
ভুল দেখিনি তো!!
সে আমায় জানিয়ে ছিলো:
অন্য কারো ভালোবাসায় সে এখন যুক্ত।
আমায় বলেছিলো; কিছুই তো হয়নি মোদের অঙ্গ প্রত্যঙ্গ,
তাই তুমি ছিলে শুধুই আমার বন্ধুত্ব।
বন্ধু বলেই বলেছিলো আমায়
'ভালোবাসি অনেক' -প্রতিনিয়ত।।


অবাক আমি হাসি তখন,
ভালোবাসা নাকি হরেক রকম!
হতে চাইনি নষ্ট আমি,
জানতাম, ভালোবাসা অনেক দামী;
তাই গহীন অন্তরে রেখেছি সব জখম।
অনুভূতি সব ফেলেছি হারিয়ে,
মেলেছি স্বপ্নের দেশে পেখম।
চেয়ে আমি পাইনি কিছুই, হয়েছি আশাহত;
ঈশ্বর আমায় ভালোবেসেছেন আজ
সবার চোখে আমি রয়েছি তাই অক্ষম।
চাইলেই আমি পারি ভালোবাসার জাল বুনতে;
তখন সবাই বলবে হয়ে খুশি,
আমি ছিলাম এমনই
ধরে শতো শতো জনম।।