এলোমেলো চুলে দাঁড়িয়ে
রাস্তার পাশে এক চায়ের দোকান ছাড়িয়ে
পথ না হারিয়ে, আমার পানে রইলো তাকিয়ে।।
তুই কী সেই অদ্ভুত ছেলে?
মৃদু হেসে জড়িয়ে নিলো বুকে
লুকিয়ে কথা মনে মনে
ভাবনাগুলো তার সব অগোছালো ছিলো বলে।
চায়ের কাপে চুমুক দিয়ে
শুনতে চাইলো সে সব কষ্ট আমার
গচ্ছিত করে, যা দিয়ে গড়েছি
আমি আমার এই দুঃখের খামার।।
ক্লান্ত সে, কিছু লাইনের ক্ষত-কথা;
উপায় বলারও নেই যে উপায়,
ভালোই তো আছি আমি
সত্যি-ই, বিধাতার কৃপায়।।