মেয়েটি অগোছালো,
দাঁড়িয়ে আছে পথে একা
পেতে কারো দেখা;
হাঁটতে গেলেই দেখতে পায় সে
সব পথই যেন সামনে
হয়ে আছে আঁকাবাঁকা।
হঠাৎ করে আকাশ ভেঙে
মেঘের অঝরে কান্না,
দু’হাত তুলে একা
বৃষ্টিতে ভিজে ভিজে
ভুলে গেলো___
যা ছিলো , মনে বায়না।
ধুয়ে গেলো, মুছে গেলো
আলোকিত আকাঙ্ক্ষিত আয়না।।