আমি ভেবে না পাই কুল....
হায়রে,
ভেবে যে না পাই কুল!!
তাই, একে একে করি ভুল;
ভুলে, ধরতে গিয়ে তোমার কালো চুল,
চুলে দেখি – লেগে আছে, একটি কানের দুল।
দুলেতে একতালে বাজছেঃ
দিতে হবে মাশুল!
ভুলের মাশুল বাকী রেখে আজ
খুঁজি তোকে, হয়ে ব্যাকুল।
আমি ভেবে না পাই কুল....
ক্লান্ত আমি,
ভেবে না পাই কুল!!
যা-ই করেছি আমি ভুল;
ভুলের মাশুল___ তোকে হারিয়ে,
আর কতো কাল আমায়
যেতে হবে পেরিয়ে??